বিআইসিএমের ১৮তম এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত বিআইসিএমের সম্মেলন কক্ষে এই এজিএম অনুষ্ঠিত হয়।
বিআইসিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এজিএমে সভাপতিত্ব করেন।
সভায় ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ ও বিআইসিএমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএমএইচ/বিআরইউ