এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম


এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স বা এনসিসি ব্যাংক লিমিটেড।

শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ১৬ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০০০ সালে তালিকাভুক্ত ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৪৬ পয়সা। ২০২১ সালে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা। সে বছর লভ্যাংশ দিয়েছিল ১৫ শতাংশ। অর্থাৎ করোনার প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর ২০২১ সালে মুনাফা ও লভ্যাংশ দুটোই বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৫ পয়সা।

ঘোষিত পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। সেদিন ডিজিটাল প্ল্যাটফের্মর মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ৮ জুন।

এমআই/আরএইচ

Link copied