এনসিসি ব্যাংকের এএম‌ডি হ‌লেন খন্দকার নাইমুল কবির

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২২, ০৬:৫৪ পিএম


এনসিসি ব্যাংকের এএম‌ডি হ‌লেন খন্দকার নাইমুল কবির

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএম‌ডি) পদে পদোন্নতি পে‌য়ে‌ছেন খন্দকার নাইমুল কবির।মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হয়।

এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্পোরেট বিজনেসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে  ছিলেন। এছাড়া তিনি ব্যাংকের বিভিন্ন কমিটির প্রধান এবং ক্যামেলকোর দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অভিজ্ঞ ব্যাংকার নাইমুল কবির মিডল্যান্ড ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘ ৩৮ বছরের বেশি সময় ধরে শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বর্ণময় ব্যাংকিং ক্যারিয়ারে প্রচলিত ও শরীয়াহ্ ভিত্তিক তথা উভয় ধরনের ব্যাংকিং অভিজ্ঞতার চমৎকার সংমিশ্রণ ঘটেছে। তিনি ১৯৮৪ সালের মার্চ মাসে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ার এর সূচনা করেন। এছাড়া, তিনি এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের তথ্য প্রযুক্তি ও অপারেশন্স বিভাগসহ অন্যান্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এসআই/এসকেডি

Link copied