রমজানে রাস্তায় আটকে পড়া মানুষদের জন্য ‘স্বপ্ন’র ইফতার

রমজানে রাস্তায় যানজটে আটকে থাকা বা ইফতারির জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষদের মাঝে একটু হলেও স্বস্তির আয়োজন করেছে চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে ইফতারির সময় পর্যন্ত রাজধানীর গুলশান ১, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পর্ক, মিরপুর ১০সহ ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার বিভিন্ন জায়গায় ইফতারের ভিন্ন আয়োজন করছে ‘স্বপ্ন’।
লাল রঙয়ের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণকে দেখা যায় রমজানে রাস্তায় আটকে পরা বা সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য ‘স্বপ্ন’র ইফতার বিতরণ করতে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিলও স্বপ্নর পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
স্বপ্ন কর্তৃপক্ষ এ বিষয়ে জানান, ইট-পাথরের এ শহরে ট্রাফিক যানজটসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
আইএসএইচ
