‘স্বপ্ন’ এখন কোট বাড়ীর আলফা টাওয়ারে

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

৩০ এপ্রিল ২০২২, ০৫:৩১ পিএম


‘স্বপ্ন’ এখন কোট বাড়ীর আলফা টাওয়ারে

আব্দুল্লাহপুরের কোট বাড়ীর আলফা টাওয়ারে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে এটি উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এল এস ডির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিইও অধ্যাপক মঈনুউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর মো. শাহ আলম। 

এতে আরও উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব বিজনেস এক্সপেনশন মো. শামছুজ্জামান, ‘স্বপ্ন’র উপ-ব্যবস্থাপক বিজনেস এক্সপেনশন মো. আব্দুল বাতেন প্রমুখ।

‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।

নতুন এই আউটলেটের ঠিকানা : আলফা টাওয়ার, ১৪৫ কোট বাড়ী, আব্দুল্লাহপুর, ঢাকা।

আইএসএইচ

Link copied