দিল্লির অথেনটিক বুটিক হাউজ রেডরোজ ক্রিয়েশন ঢাকায়

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১২ জুন ২০২২, ০৬:৪৩ পিএম


দিল্লির অথেনটিক বুটিক হাউজ রেডরোজ ক্রিয়েশন ঢাকায়

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করল দিল্লির অথেনটিক বুটিক হাউজ রেডরোজ ক্রিয়েশন। শুক্রবার (১০ জুন) রাজধানীর পান্থপথে কেক কেটে এর উদ্বোধন করা হয়।

রেডরোজ ক্রিয়েশনের লিলা রোজারিও নিজেই তার বুটিক হাউজটির উদ্বোধন করেন। সেই সঙ্গে বুটিক হাউজটি পরিদর্শন করে এর নতুন আঙ্গিক ও ভিন্নতার কথা সবার কাছে তুলে ধরেন। 

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের পছন্দ ও চাহিদা প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। প্রায় ১৮ শতকের আগ পর্যন্ত মানুষের বুটিকসের প্রতি চাহিদা কম ছিল। তখন গ্রামের তাঁতীরা চরকা দিয়ে সুতা কেটে তাঁতে কাপড় বুনত এবং সে কাপড় পরিবারের সবাই পরিধান করত কিন্তু তখন মানুষ এতটা নকশা বা ডিজাইনে সচেতন ছিল না।  

লিলা রোজারিও বলেন, সভ্যতার অগ্রযাত্রায় বর্তমানে নতুন নতুন ডিজাইনের চাহিদা ও কদর বেড়েছে। তারই ধারাবাহিকতায় বুটিক শিল্পে অবদান রেখে মানুষের চাহিদা পূরণ করতে এসেছে রেডরোজ ক্রিয়েশন। 

আইএসএইচ

Link copied