বঙ্গবন্ধু টি-২০ কাপ: সম্প্রচারের ৫.৭ কোটি টাকার ভ্যাট মওকুফ

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচগুলো টেলিভিশন সম্প্রচারে প্রযোজ্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার ভ্যাট শর্ত সাপেক্ষে মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ টুর্নামেন্টের খেলা দেশে-বিদেশে সরাসরি টিভিতে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোডাকশন ব্যয়ের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। এম এস রিয়েল ইমপ্যাক্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠানে এ অব্যাহতি সুবিধা পেয়েছে।
এনবিআর প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ ডিসেম্বর এনবিআর থেকে এমন আদেশ জারি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপ একটি জনপ্রিয় প্রতিযোগিতা। এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত আছে। যেহেতু টুর্নামেন্টটি থেকে আয় হওয়া অর্থ ক্রিকেটের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে, তাই এনবিআর মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারা উপ-ধারা(৩) এর ক্ষমতাবলে বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রোডাকশন ব্যয় বাবদ M/S Real Impact Pvt Ltd.India (এম এস রিয়েল ইমপ্যাক্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া) কে পরিশোধযোগ্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা প্রযোজ্য মূসক শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু টি-২০ কাপের আয়োজন উপলক্ষে বিসিবি কর্তৃক পরিশোধযোগ্য শুধুমাত্র সম্প্রচার ব্যয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সম্প্রচার বাবদ পরিশোধযোগ্য অর্থের যাবতীয় হিসাব বিবরণী বিসিবি কর্তৃক সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে অবহতি করতে হবে। সম্প্রচার কার্যক্রম ছাড়া এম এস রিয়েল ইমপ্যাক্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে গৃহীত অন্য কোনো সেবা বা পণ্য সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি প্রযোজ্য হবে না।
পাঁচটি দল নিয়ে মাঠে গড়ায় এবারের বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট কাপ। গত ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের সমাপ্তি হয়।
আরএম/এমএইচএস