প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের মুনাফা কমেছে ৬৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের মুনাফা কমেছে ৬৪ শতাংশের বেশি। কোম্পানিটির আলোচিত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
পিএসআই অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা হয়েছিল ১৪ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বা ইপিএস কমেছে ৯ পয়সা বা ৬৪ দশমিক ২৯ শতাংশ।
গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডাগুলোতে বিনিয়োগকরীদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
এমএমএইচ/এসএম