বন্যার্তদের মানবিক সহায়তায় ভোক্তা অধিদপ্তর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি উদ্যোগও নেওয়া হয়েছে। এমন অবস্থায় দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ জুন) অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছে সহায়তার দুই লাখ টাকার চেক তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এসময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এছাড়াও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার বরাবর বন্যাদুর্গতদের জন্য এক লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেন।
এসআই/জেডএস