কেএফ্‌সি নিয়ে এল টেক্সাস বার-বি-কিউ জিঙ্গার

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৬ জুলাই ২০২২, ০৮:৩৭ এএম


কেএফ্‌সি নিয়ে এল টেক্সাস বার-বি-কিউ জিঙ্গার

ফুডলাভারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা কেএফ্‌সি সম্প্রতি তাদের বার্গার ক্যাটাগরিতে টেক্সাস বার-বি-কিউ জিঙ্গার নামক নতুন একটি বার্গার নিয়ে এসেছে। সীমিত সময়ের জন্য মেন্যুতে আসা নতুন এই বার্গারটিতে ফুডলাভাররা টেক্সাসের অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন। 

কেএফ্‌সি ইন্টারন্যাশনাল হোল্ডিংস, মার্কিন যুক্তরাষ্ট্রের লাইসেন্সের অধীনে ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে ২০০৬ সাল থেকে কেএফ্‌সি'র ফ্রেঞ্চাইজি হিসেবে তাদের ব্যাবসা কার্যক্রম পরিচালনা করছে।

নতুন এই জিঙ্গারটিতে সুস্বাদু কেরামলাইজড বানের ভেতর রয়েছে টেক্সাস বার-বি-কিউ সস ও ডায়নামাইট মায়ো। নরম বানটির প্রতিটি কামড়ে সবাই পাবে হট অ্যান্ড ক্রিস্পি ফিলের জাদু আর ক্যাপসিকাম, টমেটো, হালাপিনো ও পেঁয়াজের ভেজিটেবল মিক্স। জিঙ্গারটিকে আরও পারফেক্ট করতে রয়েছে ফ্রেশ আইসবার্গ লেটুস ও চিজ। ভিন্ন ফ্লেভার ও স্বাদের এই রোলার কোস্টারে গ্রাহকরা হারিয়ে যাবেন অন্য এক জগতে। 

জিঙ্গারটি পাওয়া যাচ্ছে কেএফ্‌সি'র সবগুলো চ্যানেল- ডাইন-ইন, টেকএওয়ে, অনলাইন অর্ডার ও কল ফর ডেলিভারিতে। সুস্বাদু এই জিঙ্গারটি মাত্র ৩৯৯ টাকায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, বিগত কয়েক বছরে বার্গার ক্যাটাগরি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং কেএফ্‌সি এই বৃদ্ধির একটি অংশ হতে আগ্রহী।

জেডএস

Link copied