শীর্ষ মহলের নির্দেশে শাওনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে না : রিজভী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম


শীর্ষ মহলের নির্দেশে শাওনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে না : রিজভী

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদল কর্মী শাওনের মরদেহ হস্তান্তরে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকের কাছে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি জানান, বারবার যোগাযোগ করেও যুবদল কর্মী শাওনের মরদেহ হস্তান্তর করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো শীর্ষ মহলের নির্দেশের কারণে মরদেহ হস্তান্তর করা হচ্ছে না।

অবিলম্বে নিহত শাওনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের জোর দাবি জানান রিজভী।

এএইচআর/এমএইচএস

Link copied