রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠানে নতুন এমডি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মার্চ ২০২১, ০৯:০৩ পিএম


রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠানে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রণালয়। প্রতিষ্ঠান তিনটি হলো- কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

সোমবার (০১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনকে পদোন্নতি দিয়ে কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইভাবে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হককে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে এই তিন এমডির বেতন ধরা হয়েছে ৭৮ হাজার টাকা। জনস্বার্থে জারি করা এ আদেশ দ্রুত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এমআই/জেডএস

Link copied