এএফসি অ্যাগ্রো ও অ্যাকটিভ ফাইনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য নামমাত্র লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের দুই কোম্পানি এ এএফসি অ্যাগ্রো বায়োটেক ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
শনিবার (২৯ অক্টোবর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ৫০ ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে এ এএফসি অ্যাগ্রো বায়োটেকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এছাড়াও অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৯ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এমআই/এসকেডি