স্বপ্ন এখন রায়েরবাগে

রিটেইল চেইন শপ স্বপ্ন এখন রাজধানীর রায়েরবাগ এলাকায়। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড কমিশনার মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সিটি করপোরেশনের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল হাসান।
এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বপ্ন নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। রায়েরবাগে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর -এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী বিভিন্ন অফার ও হোম ডেলিভারি সেবা।
জেডএস
