ফ্লোর প্রাইস নিয়ে বিএমবিএর নামে মিথ্যা তথ্য প্রচার

পরিকল্পিতভাবে অসাধু চক্র ফ্লোর প্রাইস নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুল তথ্য প্রচার করছে বলে দাবি করছে সংগঠনটি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএমবিএর সাধারণ সম্পাদক রিয়াদ মতিন এই দাবি করেন।
তিনি বলেন, ইদানিং কতিপয় অসাধু ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিএমবিএর নাম ভাঙিয়ে ফ্লোর প্রাইস উঠানোর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করছেন। পুঁজি বাজারকে অস্থিতিশীল করে ফায়দা লুটতেই তারা এই কার্যক্রম চালাচ্ছে। বিএমবিএ সবসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে বাজারে সব স্টেক হোল্ডারদের সমষ্টিগত মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। পুঁজিবাজারের সমষ্ঠিগত স্বার্থে বিএমবিএ আগে কখনোই এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি এমনকি ভবিষ্যতেও নেবে না।
বিএমবিএর সাধারণ সম্পাদক বলেন, ফ্লোর প্রাইস উঠানোর ব্যাপারে বিএমবিএ এখন পর্যন্ত কারো সঙ্গে কোন ধরনের আলোচনা করেনি। এছাড়া এ ব্যাপারে কোনো প্রকার মতামতও জানানো হয়নি। এই অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
এমআই/কেএ