ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নয়, ব্যাংক চালায় পরিচালনা পর্ষদ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ মার্চ ২০২১, ১২:৩৩ এএম


ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নয়, ব্যাংক চালায় পরিচালনা পর্ষদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল ইসলাম মজুমদার

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা বা কাগ‌জে কলমে যা-ই লেখা থাকুক না কেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংক চালায় না। পরিচালনা পর্ষদ যেভা‌বে চালায় সেভাবেই ব্যাংক চলে।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব  কথা বলেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

তিনি ব‌লেন, ব্যাংকগুলোর যাত্রা বেশ সুন্দর হয়। ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানগুলোতে এলে মনে হয় ব্যাংক‌টি খুব ভালো হবে। কিন্তু কিছুদিন প‌রই অবস্থা করুণ হ‌য়ে যায়।  

তিনি আরও ব‌লেন, পরিচালকদের কোনো হস্তক্ষেপ ব্যাংক ব্যবস্থাপনায় চলবে না। এটি কাগজে কলমে আছে। পরিচালনা পর্ষদ যেভাবে চালায় সেভা‌বেই ব্যাংক চলে। প‌রিচালনা পর্ষদে য‌দি ভাঙন সৃষ্টি হয়, অর্থাৎ মাথায় য‌দি পচন ধ‌রে পুরো শরীরে ব্যাধি ছড়ি‌য়ে পড়ে, ব্যাংক শেষ হ‌য়ে যায়। আমা‌দের মধ্যে কয়েকটি ব্যাংকের ইতোমধ্যে সর্বনাশ হ‌য়ে গেছে। এজন্য এ কথাগু‌লো বললাম।

বিএবি চেয়ারম্যান বলেন, প্র‌তি‌দিন আমরা পত্রপত্রিকায় দে‌খি ব্যাংক শেষ। মানুষ অনেক কষ্টের টাকা ব্যাংকে জমা রাখে। সে টাকায় চলে ব্যাংক। এখন যদি ওই ব্যাংক দেউলিয়া হ‌য়ে যায়, তাহলে যারা টাকা রেখেছেন তা‌দের কী একটা অবস্থা হয়। এজন্য আপনা‌দের (পরিচালক) কঠোর হ‌তে হবে। যা ভুল হ‌য়ে‌ছে তা থে‌কে শিক্ষা নি‌তে হ‌বে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১২ বছরে আমাদের দেশে ৬৫ শতাংশ ব্যাংকের শাখা বে‌ড়েছে। অনেকে সমা‌লোচনা ক‌রেন নতুন কোনো ব্যাংকের দরকার নেই। তারপরও প্রধানমন্ত্রী দে‌শের শিল্প ও বা‌ণিজ্য উন্নয়‌নে নতুন ব্যাংক দিচ্ছেন। এতে ক‌রে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সব উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ব‌লেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য গ্রাহ‌ককে সেবা দেওয়া। অনলাইন ব্যাংকিংয়ে আমরা বে‌শি জোড় দি‌ব। ক্ষুদ্র উদ্যোক্তারা দে‌শের অর্থনী‌তির প্রাণ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের পা‌শে সবসময় থা‌কবে।

এসআই/আরএইচ

Link copied