জমি কিনবে নিটল ইন্স্যুরেন্স

জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নিউ টাউনে ১০ কাঠা (১৬.৫০ ডেসিমেল) জমি কিনবে।
বুধবার (১৫মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, ২০ কোটি ৭০ লাখ টাকায় এই জমি কিনবে কোম্পানিটি। যার অনুমোদন দিবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ(আইডিআরএ)।
২০ কোটি টাকায় কোম্পানিটির রেজিস্ট্রেশন, ভ্যাট, এআইটি ও অন্যান্য খরচ থাকবে।
২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ২ লাখ ৭ হাজার ৬৩৯টি। এই শেয়ারহোল্ডারদের ২০২১ সালে ১২ দশমিক ৫০ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৮০ পয়সায়।
এমআই/এমজে