এসিআইয়ের পরিচালকের শেয়ার ক্রয়, এডিএনের উদ্যোক্তার হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসিআই ফাউন্ডেশন শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। একইদিন পুঁজিবাজারের অপর প্রতিষ্ঠান এটিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুন নাহার রশিদ ২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসিআই ফাউন্ডেশন কোম্পানিটির ১ লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ওই শেয়ারের মধ্যে ১ লাখ ৪ হাজার শেয়ার ব্লক মার্কেট এবং ৩১ হাজার শেয়ার পাবলিক মার্কেটে কিনতে পারবে।
এই উদ্যোক্তাকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে হবে।
একই দিন পুঁজিবাজারের অপর প্রতিষ্ঠান এডিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুন নাহার রশিদ ১৫ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার ফাহিম জিসান চৌধুরীর কাছে হস্তান্তর করবে।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে হবে।
এমআই/এমজে