রমজানে বাহারি ইফতার ও ডিনারের আয়োজন হোটেল রিজেন্সিতে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম


রমজানে বাহারি ইফতার ও ডিনারের আয়োজন হোটেল রিজেন্সিতে

আগামীকাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। অতিথিদের জন্য রমজানে নতুন করে সাজছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ভোজনবিলাসীদের জন্য থাকছে দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের ইফতারসামগ্রী। 

হোটেল রিজেন্সি জানায়, রমজানে ভোজনবিলাসীদের জন্য খ্যাতিসম্পন্ন শেফের দেশীয় ঐতিহ্যবাহী ইফতার, আরবীয় সুস্বাদু মিষ্টান্ন এবং পশ্চিমা খাবারের রসদ থাকছে রিজেন্সিতে। এরাবিয়ান এবং দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ, এর সঙ্গে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপিসহ আরও অনেক কিছু ।   

dhakapost

রিজেন্সি জানায়, সারা দিনের রমজানের ক্লান্তি দূর করতে পরিবারসহ রাজকীয় ইফতারের স্বাদ গ্রহণের জন্য ঢাকা রিজেন্সি-র গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট হতে পারে প্রথম পছন্দ। এই আয়োজনে থাকছে ব্যুফে ইফতারের পাশাপাশি সুস্বাদু ডিনার উপভোগ করার সুযোগ। এ ছাড়া কর্পোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থা তো আছেই। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান বলেন, “পবিত্র রমজান আত্মাশুদ্ধির মাস। রমজান উপলক্ষ্যে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও দিয়েছে। যা পুরো রমজান মাসজুড়ে চলবে। সঙ্গে শর্তসাপেক্ষে ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে সিলেক্টেড ব্যাংক কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং জিপিস্টারদের জন্য একটির মূল্যে দুটি ব্যুফে উপভোগ করার সুযোগ রয়েছে।”

ঢাকা রিজেন্সি-তে থেকেও প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার এবং কাটাতে পারেন অবসর সময়; আকর্ষণীয় মূল্যে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ, সঙ্গে পাচ্ছেন ব্যুফে ব্রেকফাস্ট/সেহেরি এবং ব্যুফে ইফতারের সঙ্গে ডিনার।       

এছাড়াও ঢাকা রিজেন্সি রমজান উপলক্ষ্যে তার বিভিন্ন আউটলেটে দিচ্ছে নানান অফার; স্পা-তে থাকছে ২০% ডিসকাউন্ট, কম্ফি লাউঞ্জে থাকছে ৩০% ডিসকাউন্ট, বার্গার ও পিৎজাতে থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারসহ আরও অনেক কিছু! 

এআর/এসএম

Link copied