স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিতাস গ্যাসের বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৩, ০৩:৩২ পিএম


স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিতাস গ্যাসের বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি।

রোববার (২৬ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কার্যালয়ে ম্যুরালের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্।

উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতারাসহ কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওএফএ/এসএসএইচ/

Link copied