বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সহায়তা দেবে এডিবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৩, ০৭:৩৪ পিএম


বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সহায়তা দেবে এডিবি

বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

গিন্টিং বলেন, বাংলাদেশকে সহায়তা দিতে আমরা প্রস্তুত। আমরা সবসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকি। বন্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে। এসব অবকাঠামো সংস্কারে আমরা সহায়তা দেব। আমরা সরকারকে বলেছি এনবিআর সংস্কারের জন্য।

এ সময় এডিবি ঢাকা অফিসের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বার উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার সহায়তা দিতে চায় এডিবি। এডিবি টাকা নিয়ে প্রস্তুত আছে, আমরা রেডি হলেই এটা ছাড় হয়ে যাবে। বন্যায় দেশে সড়ক, খাবার পানি ও রেলপথের অনেক ক্ষতি হয়েছে। এসব কাজে এডিবি আমাদের সহায়তা দেবে।

তিনি আরও বলেন, এডিবি বাজেট সহায়তা দেয়। এডিবি চায় সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার। এটা আমাদেরও প্রত্যাশা কারণ এনবিআর সংস্কার না হলে আমাদের টার্গেট কীভাবে পূরণ হবে?

এসআর/এসকেডি

Link copied