এনবিআরের নতুন সদস্য সহিদুল ইসলাম

ড. সহিদুল ইসলাম/সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও আবগারি বিভাগের নতুন সদস্য হিসাবে পদোন্নতি পেয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ড. সহিদুল ইসলাম।
রোববার (২৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. আহসান হাবিব স্বাক্ষরিত চিঠির সূত্রে এ জানা যায়। পদোন্নতির আদেশ পাওয়ার পর আজই যোগ দিয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সহিদুল ইসলাম বলেন, পদোন্নতিতে দায়িত্ব আরও বেড়ে গেল। সবার সহযোগিতা ও দোয়া চাই। নতুন পদে থেকে যেন দেশের সেবা করতে পারি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের দায়িত্ব পালনের আগে তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
আরএম/জেডএস