শুল্ক প্রত্যাহারের ঘোষণায় চালের ঊর্ধ্বমুখীভাব থেমেছে

বেসরকারি পর্যায়ে আমদানি শুল্ক কমানোর ঘোষণায় চালের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা থেমেছে। তবে দাম এখনো কমেনি।
শুল্ক প্রত্যাহারের আদেশ বাস্তবায়ন হলে চালের দাম কমতে পারে। সেক্ষেত্রে ক্রেতাকে অপেক্ষা করতে হবে অন্তত পাঁচ থেকে সাতদিন। অন্যদিকে সবজি, মাছ ও মাংসের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ও মধুবাগ এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারে বেশ কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিপ্রতি মিনিকেট ৬০ থেকে ৬৫ টাকা, নাজিরশাইল ৫৬ থেকে ৬০ টাকা, আটাশ বালাম ৫২ থেকে ৫৬, পাইজাম ৫০ থেকে ৫২, গুটি স্বর্ণা ৪৮, বাসফুল ৫৬ থেকে ৫৮, চিনিগুড়া ৯০ থেকে ১০০ টাকা, বাসমতি ৬৮ থেকে ৭০, আতপ ৪৬ থেকে ৫০ এবং কাটারি ৬৫ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে রামপুরায় চাল বিক্রেতা নান্নু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গত এক সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে আজ দাম বাড়েনি। আগে যা ছিল তাই রয়েছে। রোববার মন্ত্রীর ঘোষণার পর চালের দাম আর বাড়েনি। ট্যাক্স অর্ধেক করেছে শুনেছি। তবে দাম এখনো কমেনি। কমতে কমতে আরও এক সপ্তাহ লাগতে পারে।
প্রসঙ্গত, বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে সরকার।
সরেজমিন ঘুরে আরও দেখা গেছে, সবজি, মাছ ও মাংসের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। দামের বিষয়ে মধুবাগ বাজারের সবজি বিক্রেতা লিটন জানান, মানভেদে দেশি নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, সিম ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, উস্তে ৪০ থেকে ৫০ টাকা,ঢেঁড়স ৪০ থেকে ৫০, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে আকারভেদে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ২০০ টাকা ও সোনালি ১৮০ থেকে ২০০ টাকা, খাসির মাংস ৭৪০ থেকে ৭৬০ টাকা, গরুর মাংস ৫৩০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আএম/এসএম