তিন খাতের চমকে পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার

বিমা, আইটি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কর্মদিবসে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। এই তিন খাতের শেয়ারের দাম বাড়ায় রোববার (২০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে বৃহস্পতি ও রোববার টানা দু’দিন সূচকের উত্থান হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগের কারণে দিনের শেষ দেড় ঘণ্টায় শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বাড়ে। তাতে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হয়েছে। ফলে বৃহস্পতিবারের পর নতুন সপ্তাহের প্রথমদিন কর্মদিবসেও পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এ দিন বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম। খাদ্য খাতের ২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, বিপরীতে দাম কমেছে চারটির আর অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়াও আইটি খাতের ১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮টির, কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩১৫টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ১৮৬ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৯ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার।
এরপরের তালিকায় যথাক্রমে ছিল– জেমিনি সী ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রুপালি লাইফ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, বসুন্ধরা সুকুক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।
এ দিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮৮টির দাম।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৩২১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬৬৮ টাকার শেয়ার ও ইউনিট।
এমআই/এসএসএইচ/