থাই সরকারের সঙ্গে ভিএফএস গ্লোবালের চুক্তি নবায়ন

বাংলাদেশে ভিসা প্রক্রিয়াকরণে ভিএফএস গ্লোবালের সঙ্গে চুক্তি নবায়ন করেছে থাইল্যান্ড সরকার। রোববার (১ অক্টোবর) এক বার্তায় চুক্তি নবায়নের তথ্য জানায় ভিএফএস গ্লোবাল।
বার্তায় বলা হয়েছে, থাই সরকারের সঙ্গে বিশ্বস্ত অংশীদারিত্ব অব্যাহত রেখে ভিএফএস গ্লোবাল বিশ্বব্যাপী সরকার এবং কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং ও প্রযুক্তি পরিষেবার জন্য বাংলাদেশে ভিসা প্রক্রিয়াকরণ নবায়ন করেছে।
ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম এবং সিলেটে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ থেকে থাইল্যান্ড ভ্রমণকারীদের ভিসা প্রক্রিয়াকরণ করবে। ভিএফএস গ্লোবালের সঙ্গে থাইল্যান্ড সরকারের সম্পর্ক প্রায় দুই দশকের। কোম্পানিটি ২০০৫ সাল থেকে ১. ১৪ মিলিয়ন মিলিয়নের বেশি থাই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার প্রবুদ্ধ সেন বলেন, গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত করার ব্যাপারে প্রতিশ্রুত ভিএফএস গ্লোবাল। থাইল্যান্ডসহ আমরা যে ৭০টি সার্বভৌম সরকারলোর সঙ্গে কাজ করি, তা আমাদের প্রতি তাদের অটুট বিশ্বাসের প্রমাণ দেয়।
এনআই/কেএ