নগদ লভ্যাংশ দেবে অ্যাপেক্স স্পিনিং

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ অর্থাৎ ২ টাকা করে নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবার (৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫১ পয়সা। তাতে ৮ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনি কোম্পানির মুনাফা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকা। এ টাকার মধ্যে শেয়ারপ্রতি ২ টাকা করে ৮৪ লাখ শেয়ারধারীদের এক কোটি ৬৮ লাখ টাকা নগদ লভ্যাংশ দেবে।
আরও পড়ুন
এর আগের দুই বছর অর্থাৎ ২০২১ ও ২২ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৪ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ওইদিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়।
/এমআই/এসএসএইচ/