লক্ষ্য এক কোটির বেশি কর্মসংস্থান

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন) চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনায় এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা বিভাগের সদস্য সিনিয়র সচিব আসাদুল ইসলাম ও পরিকল্পনা কশিমনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এসব তথ্য তুলে ধরেন।
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সভায় পরিকল্পনাটি উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। সভায় সারা দেশে ইকোনিমিক জোন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও জিইডি’র সদস্য ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন।
ইউনিয়ন পর্যায়ে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী
ড. শামসুল আলম বলেন, এসডিজি বাস্তবায়নের মূল অস্ত্র হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এ পরিকল্পনার মাধ্যমেই এসডিজি বাস্তবায়ন করা হবে। এসডিজির জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, চলতি সময় থেকে ২০২৫ সালের মধ্যে এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার লোকের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে প্রবাসে ৩২ লাখ ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাকি ৮০ লাখ ৮ হাজার কর্মসংস্থান দেশেই সৃষ্টি হবে।
জিইডি সদস্য বলেন, নতুন এ পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে ১০৩ দশমিক ৩১ বিলিয়ন টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরে রাজস্ব আদায়ে লক্ষ্য রয়েছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন টাকা, ২০২১ সালে ১৬ দশমিক ৯৩ বিলিয়ন, ২০২২ সালে ১৬ দশমিক ৯১ বিলিয়ন, ২০২৩ সালে ১৭ দশমিক ৫৭ বিলিয়ন, ২০২৪ সালে ১৭ দশমিক ৯০ বিলিয়ন এবং ২০২৫ সালে ১৯ দশমিক ১০ বিলিয়ন টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। ২০২১ সালে ৭ দশমিক ৪০ শতাংশ, ২০২২ সালে ৭ দশমিক ৭০ শতাংশ, ২০২৩ সালে ৮ শতাংশ, ২০২৪ সালে ৮ দশমিক ৩২ শতাংশ এবং ২০২৫ সালে ৮ দশমিক ৫১ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শামসুল আলম বলেন, চলতি বছরে সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ। ২০২১ সালে ৫ দশমিক ৪ শতাংশ, ২০২২ সালে ৫ দশমিক ৩ শতাংশ, ২০২৩ সালে ৫ দশমিক ১২ শতাংশ, ২০২৪ সালে ৪ দশমিক ৯৪ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৭৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এসআর/টিএম