আকিজ সিরামিকসের আর্কিটেক্ট ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

দেশের বিশিষ্ট স্থপতিদের নিয়ে শ্রীমঙ্গলে উদযাপিত হলো আকিজ সিরামিকস আয়োজিত আর্কিটেক্ট ফ্যামিলি নাইট ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’।
গত ১-২ মার্চ ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আকিজ সিরামিকস।
দুই দিনব্যাপী এই মিলনমেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থপতি বিভাগের স্বনামধন্য সব স্থপতি এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থপতি বিভাগের প্রধান স্থপতি মিজানুর রহমান অনুষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করে বলেন, আমাদের ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করতে এরকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সফল স্থপতিদের একত্রিত হয়ে নিজেদের উদ্ভাবন, নতুন টেকনোলজি এবং সিরামিক শিল্প নিয়ে নিজেদের উপলব্ধি শেয়ার করার মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আমাকে অনুপ্রাণিত করে।
আকিজ বশির গ্রুপের অপারেশন ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম তার বক্তৃতায় বলেন, দেশসেরা স্থপতিদের নিয়ে ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এই অনুষ্ঠানটি বাংলাদেশের স্থাপত্যশিল্পের ভবিষ্যৎ নিয়ে সবার সম্মিলিত ভিশনকে তুলে ধরেছে। আগামী দিনগুলোতে আমাদের কার্যপদ্ধতিকে আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত আলোচনার জন্য এরকম আয়োজন অত্যন্ত জরুরি।
পিএইচ
