স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ, মুচলেকা দিয়ে খুলল চায়না টাউন

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর পল্টনে অবস্থিত চায়না টাউন মার্কেটটি মঙ্গলবার (৪ মে) সকালে বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বেলা দেড়টার দিকে মুচলেকা নিয়ে মার্কেটটি খুলে দেওয়া হয়। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্রেতা-বিক্রেতা অনেকের মুখে মাস্ক ছিল না। এছাড়া যথানিয়মে স্বাস্থ্যবিধি না মানায় সকালে পল্টনের চায়না টাউন মার্কেটটি আমাদের সমিতির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে করোনার স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করায় মার্কেট কর্তৃপক্ষ থেকে মুচলেকা নিয়ে দুপুর দেড়টার দিকে খুলে দেওয়া হয়েছে। যেসব শপিংমল স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আমরা সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেব।
এর আগে চায়না টাউন মার্কেট বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে দোকান মালিক সমিতি জানায়, মার্কেটে আসা বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। দোকানদারদের মুখেও মাস্ক ছিল না। মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ছিল না। ‘নো মাস্ক নো সার্ভিস’–এর ব্যানার ছিল না। প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্র ছিল না। এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হওয়ার কথা ছিল; কিন্তু ওই মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কোনো ধরনের ব্যবস্থাই নেওয়া হয়নি। যে গেট দিয়ে ঢুকছে, আবার সেই গেট দিয়ে বেরও হচ্ছে। এসব কারণে মার্কেটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মার্কেট কর্তৃপক্ষ এসব স্বাস্থ্যবিধি নিশ্চিত করায় দেড়টার দিকে মার্কেট খুলে দেওয়া হয়।
ব্যবসায়ীদের দাবির মুখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্তে চলমান বিধিনিষেধের মধ্যেও ২৫ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে রোজার কথা বিবেচনা করে দোকানপাট ও শপিংমল বিকেল ৫টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
এসআই/এফআর/জেএস