ইউরো ফাইটার টাইফুন নিয়ে বিমান বাহিনীর এলওআই স্বাক্ষরিত

এবং লিওনার্দো এস পি এ ইতালির (লিওনার্দো এস পি এ) মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, আজ বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো'র উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এস পি এ ইতালি এর মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো এস পি এ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।
এমএসি/বিআরইউ