উত্থানেই পুঁজিবাজারে নতুন বছরের লেনদেন চলছে

নতুন বছর তথা ২০২১ সালের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে।
সপ্তাহের প্রথম দিন রোববার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এ সময়ে ডিএসইতে ৯৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক তথা ডিএসইএক্স ১৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৫২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৮ পয়েন্টে এবং ৮৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ দাঁড়িয়েছে দুই হাজার ৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। সিএসইতে টাকার অঙ্কে ২৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমআই/এফআর