একজন নারী পেলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রথম ঋণ

এক নারী ঋণগ্রহীতার হাতে অর্থ তুলে দেওয়ার মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ওই নারী ঋণগ্রহীতার নাম কাজী নাজমা সুলতানা।
শনিবার (৮ মে) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে ঋণ হস্তান্তর করা হয়।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ তার হাতে ঋণ মঞ্জুরি পত্রটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, ডিএমডি কে এম আওলাদ হোসেন-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গেল ১১ মার্চ দেশের ৬০ তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। দেশকে এগিয়ে নিতে নারীদের উৎসাহিত করা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যগুলোর একটি।
এসআই/এমএইচএস