পুঁজিবাজারে সান্তা ইক্যুইটি মার্চেন্ট ব্যাংকের অনুমোদন

শান্তা ইক্যুইটি লিমিটেডকে মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২০ মে) বিএসইসির ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, আজকের সভায় শান্তা ইক্যুইটি লিমিটেডকে একটি ফুল ফ্লেজড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এমআই/আরএইচ