মানি লন্ডারিং প্রতিরোধে ডিএসইর প্রশিক্ষণ

মানি লন্ডারিং প্রতিরোধে পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য মানিলন্ডারিং বিরোধী এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন, বিএফআইইউয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান সহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।
এএসএস/এআইএস