রাজধানীতে চলছে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল

রাজধানীতে চলছে ১৫ দিনব্যাপি ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’। রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (১২ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়েছে।
এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল উদ্দেশ্য হলো রমজান এবং ঈদের ঐতিহ্য ও আধুনিকতা একত্রিত করে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা।
এ উৎসবে রয়েছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারণ সংক্রান্ত নানা দ্রব্যাদি।
উৎসবটি ১২ মার্চ শুরু হয়েছে চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং মিব শো’র ব্যবস্থাপন পরিচালক আব্দুল কাদের।
এসআই/এসএম