সাবেক এমপি ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৮০ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং তার স্ত্রীর নামে দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
দুদক সূত্রে জানা যায়, প্রথম মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।
দ্বিতীয় মামলায় স্ত্রী মর্জিনা ওদুদ ও তার স্বামী মো. আব্দুল ওদুদকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৪২ লাখ ১৬ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।
আরও পড়ুন
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এমজে