কাস্টমসের ১১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২১, ০৭:০৫ পিএম


কাস্টমসের ১১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ কাস্টমস

কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক আদেশে ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়।

বদলির আদেশে তাদেরকে আগামী ১৪ জানুয়ারি কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কাস্টমস বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  

আরএম/এসআরএস

Link copied