দেশে প্রথমবার বসছে কসমেটিকস, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনী

দেশে প্রথমবারের মতো বসতে যাচ্ছে প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় এই বাজারকে তুলে ধরতে আগামী ৮ ও ৯ আগস্ট রাজধানীর কুড়িলে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘কসমেটিকা: পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’।
বাংলাদেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে এটিই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছে কোরিয়া ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) গবেষণা অনুযায়ী, বর্তমানে দেশের প্রসাধনী ও হাইজিন পণ্যের বাজারের আকার ৩৪ হাজার কোটি টাকারও বেশি। এই বাজারে রয়েছে কালার কসমেটিকস, সাধারণ ও মেডিকেটেড ত্বকচর্চার পণ্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৭৩ লাখ, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নিয়মিত প্রসাধনী ব্যবহার করেন।
আরও পড়ুন
প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমোনস্ট্রেশন, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে করে দেশে এই খাতে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানসম্মত ও নিরাপদ প্রসাধনী ব্যবহারের সচেতনতা তৈরি করা। পাশাপাশি নকল ও কালোবাজারি পণ্যের প্রভাব ও তা প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা হবে।
উদ্যোক্তারা মনে করছেন, ‘পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ খাতটির গুণগত উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে সহায়ক হবে।
আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, দেশে প্রথমবারের মতো এমন আয়োজনে আমরা চেষ্টা করছি এই খাতের সব স্টেকহোল্ডারকে একত্রে আনতে। এই প্রদর্শনীতে প্রসাধন পণ্যের সঠিক ব্যবহার, দেশি-বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে। আমাদের প্রত্যাশা, এটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এমএইচএন/এসএসএইচ