রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীর রানীবাজারে নতুন এক্সক্লুসিভ শো-রুম চালু করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহীর রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে “মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলস” নামের আকিজ সিরামিকস এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়া আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শো-রুমের স্বত্বাধিকারী মো. সোহেল রানাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন শো-রুমটিতে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ প্রদর্শিত হচ্ছে।
পরপর ছয়বারের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুইবারের ‘সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জনকারী বাংলাদেশের এক নম্বর টাইলস ব্র্যান্ডটি “Promise of Perfection” স্লোগানকে সামনে রেখে কাজ করছে।
বর্তমানে আকিজ সিরামিকসের সারা দেশে ১৫০টিরও বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে। নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে রাজশাহীর ক্রেতাদের কাছে আরও সহজে পৌঁছাতে পারবে প্রতিষ্ঠানটি।
এমএসএ
