সিডিবিএলের নতুন এমডি আব্দুল মোতালেব

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন মো. আবদুল মোতালেব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সিডিবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিডিবিএলের এমডি ও সিইও হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া মো. আবদুল মোতালেব আইসিটি পেশাজীবি হিসেবে আর্থিক খাতে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।
মোতালেব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
তিনি ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন এবং প্রযুক্তি অবকাঠামোতে বিশেষজ্ঞ। তিনি সিডিবিএলে ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করে পরবর্তী সময়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
এসআই/এমজে