জামায়াত ক্ষমতায় গেলে নীতি-সংস্কার কী হবে, জানতে চায় আইএমএফ

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের আর্থিক খাতের নীতি-অগ্রাধিকার ও সংস্কার প্রক্রিয়া কী হবে, এ বিষয় জানতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে আইএমএফের একটি প্রতিনিধি দল।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকার আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনৈতিক বিশ্লেষক তাওহীদ এলাহী। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব বলেন, যদি জামায়াত নির্বাচনে বিজয় লাভ করে ও সরকার গঠন করে, তাহলে তাদের পলিসি, বিশেষ করে আর্থিক খাতের নীতি সংস্কার কী হবে— সে বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ। এছাড়া, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক পলিসি কী হবে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানে কেমন পদক্ষেপ নেবে, সেই বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে ৯ নভেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। ওই বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি। একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসআই/এমজে