পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় বড় উত্থান, লেনদেনেও গতি বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) লেনদেন শুরুর প্রধন ঘণ্টায় অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউইনিটের দর কমেছে, তার চেয়ে ৫০ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে। আর লেনদেনেও গতি পরিলক্ষিত হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৫৩টির। বিপরীতে কমেছে ৭টির। এই হিসেবে দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যাং ৫০ দশমিক ৪৩ গুণ বেশি। প্রথম ঘণ্টায় ৭টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্ট হয়েছে।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৪১ কোটি ৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল সোমবার সাড়ে ৪ ঘণ্টায় লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি টাকা। সে হিসেবে আজ প্রথম ঘণ্টায় লেনদেনে গতি বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টায় অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচকের উত্থান দেখা গেছে। এর মধ্যে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪১৮ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩১৪ পয়েন্টে উঠেছে।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ৯টি, আর ৬টির দর অপরিবর্তিত রয়েছে। এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৪ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল সাড়ে ৪ ঘণ্টায় এক্সচেঞ্জটিতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এমএমএইচ/এসএম