বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করলো গোল্ডেন সন

প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বড় লোকসান করেছে। লোকসানের কারণে আলোচিত অর্থবছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ‘নো ডিভিডেন্ড’ সুপারিশ করা হয়।
সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৮ পয়সা।
প্রায় অর্ধযুগ ধরে ধারাবাহিকভাবে লোকসান করে যাচ্ছে গোল্ডেন সন। লোকসান করলেও আগের দুই অর্থবছরে নামমাত্র লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে সর্বশেষ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬ পয়সা।
এদিকে, আলোচ্য অর্থবছরের এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
এমএমএইচ/জেডএস