বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয়ের মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিবিএল সিরামিকস আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘শহীদ আব্দুল কুদ্দুস দুলাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি : সৃষ্টির ক্যানভাস ২০২৫’।
ডিবিএল সিরামিকসের ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ডিবিএল পরিবারের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রখ্যাত চিত্রশিল্পী ও প্রফেসর নিসার হোসেন ও শেখ আফজাল হোসেনসহ ডিবিএলের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।
প্রতিযোগিতাটি দুইটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয় ৪ থেকে ১০ বছর এবং ১১ থেকে ১৫ বছর। বিচারকমণ্ডলী বয়স ও সৃজনশীলতার মানদণ্ডে বিজয়ীদের নির্বাচন করেন এবং শেষে অতিথিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ আয়োজন সম্পর্কে কোম্পানির নেতৃত্ব জানান, শহীদদের স্মরণ মানে কেবল অতীতকে স্মরণ করা নয়, বরং তাদের আদর্শকে আগামী দিনের পথচলায় ধারণ করা। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ।
এমএন
