বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করেছে টয়োটা। এ উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং বলেছেন, আমাদের বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে, আন্তর্জাতিক টয়োটা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একমাত্র টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশের গাড়িপ্রেমীদের জন্য আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও টয়োটা বাংলাদেশ লিমিটেড যেকোনো ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে। লক্ষ্য অর্জনে টিমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের গাড়িমালিকদের জন্য সর্বদা ‘বি দ্য রাইট ওয়ান’ হতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেমমিত সিং বলেন, পরিবর্তনশীল বিশ্বে টয়োটার ধারাবাহিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো গ্রুপ প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে ওঠা করপোরেট মূলনীতি, ‘লিভ ইন দ্য রিয়েল সাইট, ফেইস দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকোমপ্লিশ’। শিগগিরই আরও চমকপ্রদ ঘোষণা আসছে। নতুন একমাত্র শোরুমের উদ্বোধন হলো সেই ধারাবাহিকতার শুরু মাত্র।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের নতুন শোরুমটি হলো- ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, ২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা।
