সাবেক ডেপুটি স্পিকার টুকু পরিবারের ৩৭.৩৯ কোটি টাকার সম্পদ

সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুল হক টুকু এবং তার সন্তানদের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হকের নামে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ছেলে এস এম আসিফ শামস এবং তার মেয়ে মিসেস মুমতাহিন ও মেয়ের জামাই মোস্তফা এস এম নাসিফ শামসের সম্পদের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তর জানিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার সাবেক মেয়র এস, এম, আসিফ শামসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৪৩ টাকার সম্পদ, তার মেয়ে মিসেস মুমতাহিন মোস্তফার বিরুদ্ধে ১ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং মেয়ে জামাই এনার্জি ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক এস, এম, নাসিফ শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৩৯৫ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
আরএম/এমএসএ