বিএসএমএ সভাপতি জাহাঙ্গীর আলম-সেক্রেটারি সুমন চৌধুরী

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী।
গত ২০ ডিসেম্বর বনানী ক্লাবে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট পদে আমেরআলী হোসেন, আব্দুস সালাম ও মারুফ মহসিন, জয়েন্ট সেক্রেটারি পদে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি), ফাইন্যান্স ডাইরেক্টর পদে সাইফুর রহমান খোকন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর পদে সৌমিত্র কুমার মুৎসুদ্দি, অর্গানাইজিং ডাইরেক্টর পদে শাহরিয়ার জাহান, পাবলিসিটি ডাইরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম নির্বাচিত হয়েছেন।
ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।
এসএম
