খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসিসহ পুঁজিবাজারে সর্বস্তরের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-সহ বাজার সংশ্লিষ্ট সর্বস্তরের সংস্থা ও সংগঠন।
শোক জানানো অন্য সংস্থা ও সংগঠনগুলোর মধ্যে– পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটের নিয়ন্ত্রক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবং পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) রয়েছে।
বিএসইসির শোক বার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সংস্থার চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকাহত। আজ ৯৯০তম কমিশন সভায় এ সংক্রান্ত একটি শোকপ্রস্তাবও গৃহীত হয়েছে।
সংস্থাটি শোক বার্তায় আরো জানায়, দেশের মানুষের কাছে খালেদা জিয়া একজন অনুকরণীয় ও অনুসরণীয় নেতৃত্বের প্রতীক ও শ্রদ্ধার পাত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিএসইসির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হচ্ছে এবং গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। একইসাথে কমিশন তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
ডিএসই শোক বার্তায় জানায়, তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন, এ মর্মে তারা দোয়া করেন।
সিএসই এক শোক বার্তায় জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারালো, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতি তার আবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ডিবিএ এক শোক বার্তায় জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও জাতীয় অভিভাবককে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হবে। দেশনেত্রীর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।
এদিকে পুঁজিবাজার বিটে সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ এক শোক বার্তায় জানায়, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সিএমজেএফ মনে করে, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।
এমএমএইচ/বিআরইউ