তালিকাভুক্ত এনবিএফআই অবসায়ন কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একইসঙ্গে স্মারকলিপিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ফেসভ্যালু ১০ টাকা হারে অথবা নতুন সম্মিলিত ব্যাংকের সমপরিমাণ শেয়ার প্রত্যেক শেয়ারহোল্ডারদের প্রদান করাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পরিষদের সভাপতি কাজী মো. নজরুল ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি সরফরাজ হোসেন, আজাদ আহসান বাচ্চু, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য সদস্য ও সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
এমএমএইচ/এমএন