বিডিকম অনলাইনের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (৬ জানুয়ারি) সম্মতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডিকম অনলাইনের পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর মধ্যে গত বছরের ২৩ নভেম্বর শুধু নগদ লভ্যাংশসংক্রান্ত রেকর্ড নির্ধারণ করেছিল কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অসুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সায়।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা।
তার আগে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বিডিকম অনলাইনের ইপিএস হয়েছিল ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইনের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৮২৩। এর ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৯৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।
এমএমএইচ/জেডএস